হাবিবুর রশিদ
ভোটাধিকারই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান অস্ত্র

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, দীর্ঘদিন পর জনগণ যে ভোটাধিকার ফিরে পাচ্ছে, তা গণতন্ত্র পুনরুদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং নির্বাচিত প্রতিনিধিকে জবাবদিহিতার আওতায় আনতে পারবে।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর মুগদায় মদিনাবাগ সোসাইটির উদ্যোগে এক বার্ষিক মিলনমেলায় তিনি এসব কথা বলেন।
হাবিব বলেন, রাজনীতি কোনো ক্ষমতার নাম নয়, রাজনীতি হচ্ছে দায়িত্ব। জনগণের দায়িত্ব কাঁধে নিয়েই তিনি রাজনীতিতে এসেছেন। তিনি একটি নিরাপদ, স্থিতিশীল ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ঢাকা-৯ এলাকার নাগরিকদের নিরাপত্তা, নাগরিক অধিকার ও মৌলিক সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন এবং দেশের লাখো শহীদসহ গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, ঢাকা-৯ এলাকা আজ নানা সমস্যায় জর্জরিত। জলাবদ্ধতা, গ্যাস সংকট, নিরাপত্তাহীনতা, চুরি-ডাকাতি, মাদক, চাঁদাবাজি ও মশার উপদ্রব এলাকাবাসীর দৈনন্দিন জীবনে দুর্ভোগ সৃষ্টি করছে। উন্নয়ন কাজের সমন্বয়হীনতার কারণে একদিকে রাস্তা সংস্কার হলেও অন্যদিকে খোঁড়াখুঁড়ির ফলে জনভোগান্তি বাড়ছে।
হাবিব আরও বলেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকারভিত্তিতে এলাকার উন্নয়ন নিশ্চিত করা হবে। সকল রাজনৈতিক মতের ঊর্ধ্বে উঠে যারা এলাকার উন্নয়ন চায়, সমাজকল্যাণমূলক কাজে যুক্ত হতে চায়—তাদের সবাইকে স্বাগত জানানো হবে। তবে সন্ত্রাস, দুর্নীতি ও সমাজবিরোধী কার্যক্রমের সঙ্গে জড়িতদের কোনোভাবেই গ্রহণ করা হবে না বলে তিনি স্পষ্ট করেন।
১২ তারিখ ভোটের দিনের কথা উল্লেখ করে তিনি বলেন, ভোটকেন্দ্রে গিয়ে ভোট না দিলে প্রতিনিধিকে জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব নয়। জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচিত হবে এবং সেই প্রতিনিধি জনগণের সেবক হিসেবেই কাজ করবে।
তিনি এলাকাবাসীর ভালোবাসা ও দোয়া কামনা করে বলেন, ঐক্যবদ্ধভাবেই একটি বাসযোগ্য ও উন্নত ঢাকা-৯ গড়ে তোলা সম্ভব।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







