• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিএলএসে ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ এ.এম.
ডিএলএসে ভারতের কাছে হার বাংলাদেশের।ছবি: ভিওডি বাংলা

হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শনিবার (১৭ জানুয়ারি) জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ভারতের কাছে ১৮ রানে হেরেছে যুবা টাইগাররা।

টস জিতে বাংলাদেশের অধিনায়ক ভারতকে আগে ব্যাট করতে পাঠান। শুরু থেকেই নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। তবে বৈভব সূর্যবংশী ও অভিগান কুন্ডুর জুটিতে ঘুরে দাঁড়ায় ভারত।

বৈভব সূর্যবংশী ৭২ ও অভিগান কুন্ডু ১১২ বল খেলে ৮০ রান করেন। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ওভারে ২৩৮ রানের সংগ্রহ পায় ভারত। শেষদিকে কানিশক চৌহান ২৬ বলে ২৮ রানের দ্রুত ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন আল ফাহাদ। মাত্র ৩৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংসে বড় ধাক্কা দেন এই ডানহাতি পেসার। ইনিংসের তৃতীয় ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট তুলে নিয়ে শুরুতেই চাপ তৈরি করেন তিনি। পরে বেদান্ত ত্রিবেদী ও অধিনায়ক আয়ুশ মাত্রকেও ফেরান। এছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট, একটি উইকেট শিকার করেন শেখ পারভেজ জীবন।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৯০ রানে ২ উইকেট হারানোর পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি শেষে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। অর্থাৎ শেষ ১১.৪ ওভারে প্রয়োজন পড়ে ৭৫ রান।

কঠিন এই সমীকরণের চাপে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক তামিম ৫১ ও রিফাত বেগ ৩৭ রান করে লড়াই চালালেও দলকে জয়ের পথে নিতে পারেননি। ভারতের বিহান মালহোত্রা ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেন।

শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যের ১৮ রান আগেই থামে বাংলাদেশের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৮.৪ ওভারে ২৩৮ (কুণ্ডু ৮০, সূর্যবংশী ৭২, ; ফাহাদ ৫/৩৮, ইকবাল ২/৪৫, আজিজুল ২/৪২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৮.৩ ওভারে ১৪৬ (আজিজুল ৫১, রিফাত ৩৭ ; বিহান ৪/১৪, খিলান ২/৩৫)
ফল: ভারত অনূর্ধ্ব-১৯ দল ১৮ রানে জয়ী (ডিএলএস।
ম্যাচসেরা: বিহান মালহোত্রা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএলে প্রথম বিদায় নোয়াখালী এক্সপ্রেসের
বিপিএলে প্রথম বিদায় নোয়াখালী এক্সপ্রেসের
টানা হারের পর রংপুরের অধিনায়কত্বে বদল
টানা হারের পর রংপুরের অধিনায়কত্বে বদল
৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পদত্যাগ বাধ্যতামূলক
বিসিবি পরিচালক নাজমুলের শোকজ: ৪৮ ঘণ্টার মধ্যে জবাব না দিলে পদত্যাগ বাধ্যতামূলক