নূরের পক্ষে মাঠে না নামায় বিএনপির তিন কমিটি বাতিল

পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জোটের প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের পক্ষে কাজ না করার অভিযোগে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় দপ্তর থেকে কমিটি বিলুপ্তির চিঠি তারা হাতে পেয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি কোনো দলীয় প্রার্থী না দিয়ে জোটের অন্যতম শরিক দল গণঅধিকার পরিষদের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রের এই সিদ্ধান্ত অমান্য করে মাঠপর্যায়ে নূরের বিপক্ষে অবস্থান নেয়।
অভিযোগ রয়েছে, বিলুপ্ত কমিটির কয়েকজন নেতা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য (সদ্য বহিষ্কৃত) ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে গোপনে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় নেতৃত্ব এই কঠোর সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নেতাকর্মীদের নুরুল হক নূরের পক্ষে কাজ করার জন্য চূড়ান্ত সতর্কতা দেওয়া হয়েছে।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, ‘জোটের স্বার্থে ও হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী পটুয়াখালী-৩ আসনে আমাদের প্রার্থী নুরুল হক নূর। যারা এই সিদ্ধান্ত অমান্য করেছেন, তাদের বিরুদ্ধেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত গলাচিপা ও দশমিনায় নতুন কমিটি ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, দলীয় হাইকমান্ডের নির্দেশনা মেনে সবাই ঐক্যবদ্ধভাবে জোট সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে তিনি আশাবাদী।
এ বিষয়ে মন্তব্য জানতে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সংযোগটি বন্ধ পাওয়া যায়।
স্থানীয় বিএনপি নেতারা মনে করছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্পষ্ট বার্তা গেছে এবং এর ফলে ব্যক্তিগত মতভেদ ভুলে নেতাকর্মীরা জোটের প্রার্থীর পক্ষেই নির্বাচনি মাঠে ঐক্যবদ্ধ হবেন।
ভিওডি বাংলা/ আ







