• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৩৬ এ.এম.
সংগৃহীত ছবি

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি আজ রোববার (১৮ জানুয়ারি) শেষ হচ্ছে। গত শনিবার (১০ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশন (ইসি) এসব আপিলের শুনানি শুরু করে। শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে সাংবিধানিক এই সংস্থাটি।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে শেষ দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্যান্য নির্বাচন কমিশনাররাও অংশ নেবেন। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় অর্ধশত আপিলের শুনানি নেওয়া হবে। পাশাপাশি অপেক্ষমাণ থাকা আপিলগুলোর বিষয়েও সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানিয়েছে ইসি।

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। ওই সময় বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৪২ জন (আপিলে বাদ পড়া চারজন ব্যতীত)। গত আট দিনের আপিল শুনানিতে এখন পর্যন্ত ৩৯৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ফলে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন।

তবে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় এই দুই আসনে আগে বৈধ হওয়া ১১ জন প্রার্থী চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়বেন। এ দুটি আসনের জন্য বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নতুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

নতুন তফসিল অনুযায়ী, পাবনা-১ ও পাবনা-২ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আজ ১৮ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি। আপিল দায়ের করা যাবে ২০ থেকে ২৪ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ২৫ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারি। এই দুই আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

ইসির তথ্যমতে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত শনিবার ৫১১ থেকে ৬১০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়। এর আগে ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে ৯ জানুয়ারি শেষ হয়।

সংশোধিত নির্বাচনি তফসিল অনুযায়ী, আজ ১৮ জানুয়ারি আপিল নিষ্পত্তির শেষ দিন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তারা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে ইসি
দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আনছে ইসি
ইসিতে মনোনয়নপত্র আপিল শুনানির অষ্টম দিন শুরু
ইসিতে মনোনয়নপত্র আপিল শুনানির অষ্টম দিন শুরু
আগামী নির্বাচন অত্যন্ত ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা
আগামী নির্বাচন অত্যন্ত ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা