• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা রানাওয়াত

বিনোদন ডেস্ক    ১৮ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ এ.এম.
অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত। ছবি: কোলাজ

সংগীতজগতে নিজের কাজ কমে যাওয়ার পেছনে ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক প্রভাবকে দায়ী করে মন্তব্য করেছিলেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান। তার সেই বক্তব্য ঘিরে যখন বলিউড ও রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক চলছে, ঠিক তখনই রহমানের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী ও বিজেপি নেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি রহমানকে সরাসরি ‘ঘৃণ্য মানুষ’ ও ‘পক্ষপাতদুষ্ট’ বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান আক্ষেপ করে জানান, গত আট বছরে ধাপে ধাপে তিনি বহু কাজ হারিয়েছেন। এর পেছনে বলিউডে বিদ্যমান বিভাজনের রাজনীতিকেই দায়ী করেন তিনি। রহমানের দাবি, দেশের ক্ষমতাসীন শ্রেণির অনেকেই সৃজনশীল নন এবং ধর্মীয় মেরুকরণের কারণেই তাকে কাজ থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। যদিও তিনি নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি, তবে এই ধরনের কথা তিনি ভেতর থেকেই শুনেছেন বলে জানান।

রহমানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর দাবি, বিজেপিকে সমর্থন করার কারণে তাকেও ইন্ডাস্ট্রিতে নানা ধরনের বৈষম্যের মুখে পড়তে হয়েছে। এরপর রহমানকে কটাক্ষ করে কঙ্গনা বলেন, “আমি বলতে চাই, আপনার মতো পক্ষপাতদুষ্ট ও ঘৃণ্য মানুষ আর দেখিনি। হিংসা ও বিদ্বেষ আপনার চোখ অন্ধ করে দিয়েছে।”

কঙ্গনা আরও দাবি করেন, রহমান কাজ হারানোর যে অভিযোগ তুলছেন তা ভিত্তিহীন। তার মতে, রহমান নিজেই নিজের পছন্দের বাইরে কাউকে সুযোগ দিতে চান না এবং ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপাচ্ছেন।

সাড়ে তিন দশকের দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সংগীতাঙ্গনে নিজেকে শীর্ষ পর্যায়ে নিয়ে গেছেন এ আর রহমান। বলিউড ও দক্ষিণী চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিসরেও তিনি ব্যাপকভাবে সমাদৃত। তবে শিল্প-সংস্কৃতিতে রাজনীতির প্রভাব নিয়ে রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং তার জেরে কঙ্গনার তীব্র প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শীতার্ত মানুষের জন্য ঢাকায় গাইবে ৪ ব্যান্ড
শীতার্ত মানুষের জন্য ঢাকায় গাইবে ৪ ব্যান্ড
প্রাক্তন স্বামীর বিয়ের পর নীরবতা ভাঙলেন ডা. এশা
প্রাক্তন স্বামীর বিয়ের পর নীরবতা ভাঙলেন ডা. এশা
‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
‘দ্যা ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’