ট্রাম্পের আল্টিমেটাম
জুনের মধ্যে গ্রিনল্যান্ড বিক্রি করতে হবে

গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের বিরোধিতা করায় যুক্তরাজ্য, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ শুল্ক কার্যকর হবে।
এছাড়া, আগামী জুনের মধ্যে ডেনমার্ক যদি গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি না করে, তাহলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
স্থানীয় সময় শনিবার (১৭ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘জুনের মধ্যে যদি গ্রিনল্যান্ড কেনার প্রক্রিয়া সম্পূর্ণ না হয়, তাহলে ১ জুন থেকে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।’
এর আগের দিনও ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন—গ্রিনল্যান্ড বিক্রির পথে যেসব ইউরোপীয় দেশ বাধা সৃষ্টি করবে, তাদের ওপর বাণিজ্যিক শাস্তি আরোপ করা হবে।
গ্রিনল্যান্ড ডেনমার্কের একটি বৃহৎ স্বায়ত্তশাসিত আর্কটিক অঞ্চল, যা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এবং বরফে আচ্ছাদিত। অঞ্চলটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড প্রয়োজন।
এদিকে ইউরোপীয় দেশগুলো বলছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার ডেনমার্কের। এরই মধ্যে ইউরোপের মিত্র দেশগুলোর সেনা নিয়ে গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি জোরদার করছে দেশটি।
মার্কিন প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, ইউরোপীয় দেশগুলোর সামরিক উপস্থিতি বাড়লেও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।
এ অবস্থায় শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়’ এবং ‘আমরাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করব’—এমন স্লোগান দেন।
ভিওডি বাংলা/ আরিফ







