• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্যালট পেপার ইস্যু

কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ১২:১৯ পি.এম.
কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও। সংগৃহীত ছবি

ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বসে পড়েছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন প্রধান কার্যালয়ের সামনে পূর্বনির্ধারিত ‘নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি’ পালন করতে এসে তারা সেখানে অবস্থান নেন।

সরাসরি দেখা গেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণসহ প্রতিটি থানা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বেলা ১১টার আগে নির্বাচনের সমস্যা এবং ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের জন্য নির্বাচন কমিশন ভবনের সামনে উপস্থিত হন।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে গতকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন কমিশনকে ঘেরাও করা হবে। এখানে অনেকগুলো ইস্যু রয়েছে—ব্যালট পেপার ইস্যু এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ইতোমধ্যে দেখা গেছে। তারা দায়িত্ব নেওয়ার পর থেকে জোরপূর্বক বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তন করেছে।’

তিনি আরও বলেন, “একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সরাসরি নির্বাচন কমিশনারদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ করছেন এবং সচিবালয়ে তাদের অবাধ বিচরণ রয়েছে। আমরা আজ জবাবদিহিতা নিশ্চিত করতে এসেছি। যদি এই জবরদস্তিমূলক সিদ্ধান্ত এবং প্রভাব বন্ধ না হয়, তবে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সন্তান হিসাবে সবাইকে বেগম জিয়ার মতো দেশকে ভালোবাসা উচিৎ
তানভীর আহমেদ সন্তান হিসাবে সবাইকে বেগম জিয়ার মতো দেশকে ভালোবাসা উচিৎ
ভোটাধিকারই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান অস্ত্র
হাবিবুর রশিদ ভোটাধিকারই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান অস্ত্র
ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার ও নিরাপদ এলাকা গড়ব
ইশরাক হোসেন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার ও নিরাপদ এলাকা গড়ব