• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইসি মাছউদ

সরকার ব্যক্তি নয়, রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পি.এম.
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়।

রোববার (১৮ জানুয়ারি) ইসি ভবনের অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের শেষ দিনের আপিল শুনানিতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়।

টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ কিনা তা নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী আপিল করেছিলেন। লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারবেন না।

মাছউদ বলেন, ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি।’
সর্বশেষ, নির্বাচন কমিশন সব পক্ষের বক্তব্য শোনার পর আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত নেয়।

ভিওডি বাংলা/ এনআর/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে আইনি বাধা নেই
গণভোট সরকারি কর্মচারীদের ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে আইনি বাধা নেই
‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা
‘হ্যাঁ’ ভোট চেয়ে ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা
বছর আসে যায়, বাবা তো আর আসে না
বছর আসে যায়, বাবা তো আর আসে না