ইসি মাছউদ
সরকার ব্যক্তি নয়, রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার একটি রাজনৈতিক দল নিষিদ্ধ করেছে, কোনো ব্যক্তিকে নয়।
রোববার (১৮ জানুয়ারি) ইসি ভবনের অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্রের শেষ দিনের আপিল শুনানিতে তিনি এ মন্তব্য করেন।
এর আগে, টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধতা দেওয়া হয়।
টাঙ্গাইল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ কিনা তা নিয়ে জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী আপিল করেছিলেন। লিয়াকত আলীর আইনজীবী যুক্তি দেন, নিষিদ্ধ দলের নেতা হওয়ায় সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারবেন না।
মাছউদ বলেন, ‘সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে কিন্তু কোনো ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি।’
সর্বশেষ, নির্বাচন কমিশন সব পক্ষের বক্তব্য শোনার পর আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ রাখার সিদ্ধান্ত নেয়।
ভিওডি বাংলা/ এনআর/ আরিফ



