• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান

জুলাই শহীদ-আহতদের জন্য পৃথক বিভাগ গঠন করা হবে

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০২:১৩ পি.এম.
বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার গঠন করলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় জুলাই শহীদ ও আহতদের দেখভালের জন্য একটি পৃথক বিভাগ গঠন করা হবে। 

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট-এ অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এবং উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ শীর্ষ নেতারা।

তারেক রহমান বলেন, ‘একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে ভবিষ্যতেও আমাদের শোক সমাবেশ ও শোকগাথা লিখতে হবে। তাই আর শোক সমাবেশ নয়, আসুন গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করি।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মতো ২০২৪ সালের জুলাই আন্দোলনও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সাধারণ মানুষের গণআন্দোলন ছিল।

তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে শহীদ ও আহতদের পরিবারের কষ্ট লাঘবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করা হবে। ‘আমরা হারানো স্বজনকে ফিরিয়ে দিতে পারব না, কিন্তু তাদের পরিবারের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে।’

তিনি উল্লেখ করেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এই হত্যাকাণ্ডকে তিনি এক কথায় গণহত্যা হিসেবে অভিহিত করেছেন।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি দল-মত-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের গণআন্দোলন। এ আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা।

তিনি আগামী জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের জন্য দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বক্তব্যের শেষে তারেক রহমান শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ভিওডি বাংলা/এসএম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমীরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমীরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ
মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে
আবদুস সালাম মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে
কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও
ব্যালট পেপার ইস্যু কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও