ফারুক
একমাত্র তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে মন্তব্য করে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ‘দেশে সুশাসন আসবেই। আর সেই সুশাসন প্রতিষ্ঠিত হবে একমাত্র তারেক রহমানের হাতে ধরে।’
রোববার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ জাতীয় বাস্তহারা দলের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তারেক রহমান তাঁর বাবা-মায়ের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ১৬ টি বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের জন্য প্ল্যান তৈরী করেছেন। সেই প্ল্যান বাস্তবায়ন করার জন্য তিনি অপেক্ষা করছেন। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তাঁর প্ল্যান যাতে সফল হয়, সেজন্য আল্লাহর কাছে দোয়া করি।’
তিনি বলেন, ‘তারেক রহমানের প্ল্যানকে ধ্বংস করার জন্য সুযোগ সন্ধানীরা ষড়যন্ত্র শুরু করেছে। বলা হচ্ছে হেলে পড়েছে। কিন্তু, হেলে পড়েছেন আপনারা। ১০টি বছর আওয়ামী লীগের সাথে আঁতাত করে আপনাদের কোনো হামলা-মামলা ছিল না। তার প্রমাণ আমরা জুলাই আন্দোলনে দেখেছি। এরাই চেয়েছিলো নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালু করা হোক। এখন আবার এরাই নির্বাচন কমিশন অফিসে গিয়ে বলে হেলে গেছে। এগুলো হচ্ছে নির্বাচনকে বানচাল করার একটা পূর্বাভাস।’
ফারুক আরও বলেন, ‘প্রথম প্ল্যান হবে তরুণদের মাদকাসক্ত থেকে বের করে আনা। সুশাসন প্রতিষ্ঠা করবে তারেক রহমান। কোটি কোটি লাগ লাগানোর প্ল্যান থাকবে। জিয়াউর রহমানের মতো খাল খনন করবে। দেশের ফসল উৎপাদন বৃদ্ধি হবে। যেসব হাসপাতালগুলো দূর্দশা অবস্থায় রয়েছে, সেগুলোকে উন্নত করা। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। আমি যতটুকু রাজনৈতিকভাবে বুঝতে পেরেছি, এগুলো হচ্ছে তাঁর প্ল্যান। তারেক রহমানের প্ল্যান সফল ও সার্থক হোক।’
বিএনপির এই নেতা বলেন, ‘সাংবাদিকদের লেখার স্বাধীনতা না থাকলে, আসল স্বাধীনতা ক্ষুন্ন হয়ে যাবে। সাংবাদিকদের লেখার অধিকার যেন সবসময় থাকে। এটা যেন আবারও বন্ধ হয়ে না যায়।’
এসময় তিনি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করেন।
আলোচনা সভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ খ ম মোজাম্মেল হক, বিলকিস ইসলাম, আয়োজক কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নাগীব, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







