• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ে টাইগ্রেসদের দুর্দান্ত সূচনা

স্পোর্টস ডেস্ক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:০৪ পি.এম.
শারমিন আক্তারের দল বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়েছে-ছবি: সংগৃহীত

নেপালের কাঠমান্ডুর মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে।

রোববার (১৮ জানুয়ারি) অনুষ্ঠিত এই ম্যাচে টাইগ্রেসরা প্রথমে ব্যাট করতে নেমে শক্তিশালী স্কোর গড়ে দেখিয়েছে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের নেতৃত্ব দেন শারমিন আক্তার। ৩৯ বল খেলে ৬৩ রান করে তিনি আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পূর্ণ করেন। তার ইনিংসে ছিল আটটি চার এবং একটি ছক্কা। শারমিনের সঙ্গে জুটি গড়েন সোবহানা মোস্তারি, ২৯ বলে কার্যকর ৩২ রান করে দলের স্কোর ৫ উইকেটে ১৫৯ রানে পৌঁছে। এই সংগ্রহ ছিল দলের জন্য প্রতিযোগিতামূলক এবং চাপমুক্ত স্কোর।

যুক্তরাষ্ট্রের পক্ষে বোলারদের মধ্যে পেসার মাহি মাধভান তিনটি উইকেট নেন এবং ইসানি ভাগেলা দুটি উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা মোটামুটি ভালো ছিল। ৯ ওভার শেষে তাদের স্কোর ছিল ৫৫ রান, মাত্র এক উইকেট হারিয়ে। তবে এরপরই বাংলাদেশের বোলাররা খেলায় নিয়ন্ত্রণ আনেন।

মধ্যবর্তী পেসার রিতু মনি যুক্তরাষ্ট্রের ওপেনার চেতনা পাগ্যাদ্যালাসহ তিন ব্যাটারকে দ্রুত আউট করেন। চেতনাকে ৩১ বলে ৩৬ রানে ফিরিয়ে দিয়ে দলের স্কোর ৬৮-৪-এ পৌঁছায়। এই সময়ের মধ্যে রিতু মনি দলের প্রতিরক্ষা দৃঢ় করেন এবং প্রতিপক্ষের ধাক্কা মোকাবেলা করেন।

নিচের দিকে রিতু সিং ১৩ বলে ঝোড়ো ৩৩ রান করে দলের উপর চাপ তৈরি করার চেষ্টা করেন। তবে অভিজ্ঞ নাহিদা আক্তার ১৮তম ওভারে তাকে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নেন। নাহিদা পরের বলেই গীতিকা কোডালিকে শূন্য রানে স্টাম্পড করেন। এছাড়া তারান্নুম চোপড়াকে (১০) আউট করে তিনি দলের জয় নিশ্চিত করেন। নির্ধারিত ৪ ওভারে ২৪ রান দিয়ে নাহিদা চারটি উইকেট নেন।

রিতু মনি তিনটি এবং রাবেয়া খাতুন দুটি উইকেট নেন। বাংলাদেশ দল ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রানতেই যুক্তরাষ্ট্রের ইনিংস শেষ করে। ফলে বাংলাদেশ ২১ রানের বড় জয় পায়।

এই জয়ের মাধ্যমে টাইগ্রেসরা বাছাইপর্বের প্রথম ম্যাচে আত্মবিশ্বাসী সূচনা করেছে। দলের সফলতা মূলত শারমিন আক্তারের ব্যাটিং এবং রিতু মনি ও নাহিদা আক্তারের বোলিংয়ে এসেছে। টাইগ্রেসরা পরবর্তী ম্যাচে মঙ্গলবার কির্তিপুরে পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য এই জয় একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। শারমিন আক্তারের প্রথম আন্তর্জাতিক ফিফটি এবং দলের সুশৃঙ্খল পারফরম্যান্স ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। বোলারদের নিয়ন্ত্রিত এবং সুশৃঙ্খল বোলিং, ব্যাটসম্যানদের চাপমুক্ত ইনিংস এবং দলের সমন্বয়ই এই জয়কে সম্ভব করেছে।

বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের ধারাবাহিক সাফল্য দেশীয় ক্রিকেট ভক্তদের জন্য আনন্দের সংবাদ হিসেবে এসেছে। বাংলাদেশ নারী দল নিজেদের দক্ষতা, ধৈর্য এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের
কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের
বিপিএলে ২শ’ রান না হওয়ার ব্যাখ্যা দিলেন ইমন
বিপিএলে ২শ’ রান না হওয়ার ব্যাখ্যা দিলেন ইমন
বিপিএলে প্রথম বিদায় নোয়াখালী এক্সপ্রেসের
বিপিএলে প্রথম বিদায় নোয়াখালী এক্সপ্রেসের