জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে মহানগর দক্ষিন বিএনপির শ্রদ্ধা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার এর মাজারে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা মহানগর দক্ষিনের বিএনপির শীর্ষ নেতা ও কর্মীরা।
রোববার (১৮ জানুয়ারী) সকালে রাজধানীর জিয়া উদ্যানে এ শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফেনী- ১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ হারুন, যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ, সদস্য সাইফুল্লাহ খালেদ রাজন, সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, সদস্য আনোয়ারুল কবির, সদস্য হাজী জাকির হোসেন, সদস্য উজ্জ্বল হোসেন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ







