• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নজরুল ইসলাম

গণঅভ্যুত্থানে ভূমিকা না রাখা লোকজনই এখন দাবি তুলছে

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৩:৩৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যাদের কোনো ভূমিকা ছিল না, তারাই এখন নানা ধরনের আকাঙ্ক্ষা ও দাবি নিয়ে সামনে আসছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহতদের সম্মানে এ সভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সারা দেশে ছড়িয়ে পড়েছিল বলেই ফ্যাসিবাদ টিকে থাকতে পারেনি। তৎকালীন সরকারের হাতে মারণাস্ত্র ও অবৈধ অর্থের পাহাড় থাকা সত্ত্বেও জনগণের শক্তির সামনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে অনেকেই এই ঐতিহাসিক লড়াইয়ের কৃতিত্ব ও পরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা এবং একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভিওডি বাংলা/ এসএম/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমীরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমীরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের সৌজন্য সাক্ষাৎ
মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে
আবদুস সালাম মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে
কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও
ব্যালট পেপার ইস্যু কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও