চট্টগ্রামে ২ যুগ পর জনসভা করবেন তারেক রহমান

বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভা করবেন। দুই যুগ পর শহরে তার এই সফরকে ঘিরে মহানগর বিএনপি নানা প্রস্তুতি শুরু করেছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন। এ সময় মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, ইয়াসিন চৌধুরী লিটন ও আহমেদুল আলম রাসেলসহ অন্যান্য নেতা উপস্থিত ছিলেন।
ডা. শাহাদাত হোসেন জানান, ২৪ জানুয়ারি সড়কপথে ফেনী ও মিরসরাই হয়ে চট্টগ্রামে আসবেন বিএনপি চেয়ারম্যান। এরপর ২৫ জানুয়ারি সকালেই পলোগ্রাউন্ডে অনুষ্ঠিত হবে প্রধান জনসভা।
তিনি আরও বলেন, দীর্ঘ ২১ বছর পর চট্টগ্রামবাসী নেতা তারেক রহমানকে সরাসরি দেখতে পাবেন। মহানগর বিএনপি সফরের সফল আয়োজনের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
চট্টগ্রামে বিএনপির এই রাজনৈতিক কর্মকাণ্ড স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে দুই যুগ পর প্রধান নেতার আগমন অনেক সমর্থক ও দলের পক্ষের মানুষের মধ্যে উৎসাহ ও কৌতূহল তৈরি করেছে।
সিটি মেয়র এবং দলীয় নেতারা জনসাধারণের নিরাপত্তা এবং সভাস্থল ব্যবস্থাপনার দায়িত্ব নিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন।
দীর্ঘ ২১ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে চট্টগ্রামবাসী কাছে পাবার অপেক্ষায় আছেন বলে বলেন তিনি।
ভিওডি বাংলা/জা



