• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শুধু রাজনৈতিক নয়, দেশের ভবিষ্যৎ নির্ধারণে নির্বাচন: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পি.এম.
বনানীতে সমবয় দলের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন আবদুস সালাম-ছবি-ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানী বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনে প্রচারণা প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবয় দলের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। 

আবদুস সালাম বলেন, একটাই কথা-আপনাদেরকে কাজটা করতে হবে। যে দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারলেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচিত করতে পারবো।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এ সময় ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণা জোরদার করতে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও  জানিয়েছেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলমসহ, তথ্য বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, সমবয় দলের সভানেত্রী নুর আফরোজ জ্যোতি ও বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানসহ সমবয় দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের যে বার্তা
৩২ আসন নিয়ে ইসলামী আন্দোলনের যে বার্তা
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
কে কোথায় প্রার্থী হচ্ছেন ২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত
জাইমা রহমান: দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত