রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পে অবৈধ বালু বাণিজ্য

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজের আড়ালে অবৈধ বালু ব্যবসার অভিযোগ করছে স্থানীয়রা। কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রতি গাবুরহেলান এলাকায় পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্পে কাজ করা সাব-ঠিকাদার আব্দুস সালামের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কয়েকদিনের ব্যবধানে ওই এলাকায় দুটি পুকুর ভরাট করা হয়। একই সঙ্গে কয়েকদিন পূর্বে ট্রাক্টরের মাধ্যমে বালু বাইরে বিক্রির সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু বহনে নিয়োজিত একটি ট্রাক্টরের মালিককে জরিমানা করা হয়।
এছাড়া উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি ও খিতাবখাঁ এলাকাতেও একই ধরনের পুকুর ভরাটের অভিযোগ ওঠে।
সেখানেও কয়েকদিন আগে ছাত্র-জনতার প্রতিবাদের মুখে পুকুর ভরাটের কাজ বন্ধ হয়ে যায়।
উপজেলার গাবুরহেলান এলাকায় পুকুর ভরাটের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সাব-ঠিকাদার আব্দুস সালাম সর্দারের সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক আদেশে কবরস্থান নির্মাণের জন্য পুকুর ভরাট করা হয়েছে।
তবে এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বিষয়টি অস্বীকার বরেন। অপরদিকে কবরস্থান নির্মাণের বিষয়ে কোনো সত্যতা পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি দু'টি পুকুর ভরাট করে কবরস্থান নির্মাণের বিষয়টি ভিত্তিহীন।
পানি উন্নয়ন বোর্ডের কাজের আড়ালে এ ধরনের অবৈধ বালু বাণিজ্য ও পরিবেশ ধ্বংসের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভিওডি বাংলা/জা






