উসসাসের মানবিক উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বরগুনায় তীব্র শীতের দাপটে রাত নামলেই শহরের রাস্তাঘাট হয়ে পড়ে আরও নীরব ও নির্জন। এ সময় খোলা আকাশের নিচে থাকা অসহায় মানুষগুলোর দুর্ভোগ চরমে পৌঁছায়। এমন পরিস্থিতিতে শীতার্ত পথচারী ও রাস্তায় জীবনযাপন করা মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ইউনাইটেড সোসাইটি ফর সোশ্যাল এইড অ্যান্ড সার্ভিস (উসসাস)।
রোববার (১৮ জানুয়ারি) শীত নিবারণে উসসাসের স্বেচ্ছাসেবীরা বরগুনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় হেঁটে হেঁটে কম্বল বিতরণ করেন। টাউনহল, পুরান থানা, মাছ বাজার, পৌর মার্কেট, বাজার রোড, পুরান লঞ্চঘাট, সিএনজি স্টেশন, লঞ্চ টার্মিনাল, বিআরটিসি, সার্কিট হাউস ও কালীবাড়ি এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে অসহায় পথচারী, রিকশাচালক, ভিক্ষুক, প্রতিবন্ধী ব্যক্তি, এতিম শিশু এবং ফুটপাতে শুয়ে থাকা ঘরবাড়িহীন শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন স্বেচ্ছাসেবকেরা।
উসসাসের এই উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে স্বস্তি ফিরে আসে। মানবিকতার এই উষ্ণ ছোঁয়ায় শীতের কঠোরতা কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানান উপকারভোগীরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই উসসাসের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
ভিওডি বাংলা/জা






