• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ এ.এম.
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সদস্যরা-ছবি সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে দেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একটি প্রতিনিধি দল।

রোববার (১৮ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে তারেক রহমান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা তাদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জীবনযাত্রা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিরা তারেক রহমানকে ঐতিহ্যবাহী পাহাড়ি পোশাক পরিয়ে দেন। এ সময় তারেক রহমান তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করেন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল সম্প্রদায়ের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পক্ষপাতমূলক আচরণ করছে ইসি: মির্জা ফখরুল
পক্ষপাতমূলক আচরণ করছে ইসি: মির্জা ফখরুল
ক্রান্তিকাল উত্তরণে অন্যতম দিশারী জিয়াউর রহমান
ক্রান্তিকাল উত্তরণে অন্যতম দিশারী জিয়াউর রহমান
ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ: ইশরাক হোসেন
ভোটকেন্দ্রে যাওয়াই গণতন্ত্র রক্ষার একমাত্র পথ: ইশরাক হোসেন