• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশকে আইসিসির আলটিমেটাম, সুযোগ পেতে পারে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে দীর্ঘদিনের জটিলতা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পর আইসিসি বাংলাদেশকে স্পষ্ট আলটিমেটাম দিয়েছে-আগামী ২১ জানুয়ারির মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, নতুবা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাতে হবে।

গত শনিবার ঢাকায় বিসিবির সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকে আইসিসি তাদের অবস্থান পরিষ্কার করে দেয়। বিসিবি বিশ্বকাপে খেলতে আগ্রহ প্রকাশ করলেও ভারতের মাটিতে খেলতে আপত্তি জানিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তারা সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করে। তবে আইসিসি নির্ধারিত সূচি ও ভেন্যু পরিবর্তনের বিষয়টি সরাসরি নাকচ করে দেয়।

বর্তমান সূচি অনুযায়ী, বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে রয়েছে। দলটির চারটি গ্রুপ ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। বিসিবি চাইলে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাবও দেয়, যাতে শ্রীলঙ্কায় ম্যাচ খেলার সুযোগ তৈরি হয়। কিন্তু আইসিসি সেই প্রস্তাবও গ্রহণ করেনি।

আইসিসির পক্ষ থেকে বিসিবিকে জানানো হয়েছে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী খেলাই একমাত্র বিকল্প। আইসিসি স্পষ্ট করে দিয়েছে, যদি বিসিবি শেষ পর্যন্ত ভারত সফরে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশের জায়গায় বিকল্প দল বিশ্বকাপে সুযোগ পাবে।

বর্তমান র্যাংকিং ও যোগ্যতার ভিত্তিতে সেই সুযোগ পেতে পারে স্কটল্যান্ড। ফলে বাংলাদেশের সিদ্ধান্ত শুধু একটি টুর্নামেন্ট নয়, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ পথচলাতেও বড় প্রভাব ফেলতে পারে।

সবকিছু এখন নির্ভর করছে ২১ জানুয়ারি পর্যন্ত বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। ক্রিকেটপ্রেমী দেশবাসী অধীর আগ্রহে তাকিয়ে আছে সেই সিদ্ধান্তের দিকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল বিশ্বকাপে ৩৩০ টিকিট পাচ্ছে বাংলাদেশ
ফুটবল বিশ্বকাপে ৩৩০ টিকিট পাচ্ছে বাংলাদেশ
ঢাকাকে হারিয়ে প্লে-অফে রংপুর, বিদায় ক্যাপিটালসের
ঢাকাকে হারিয়ে প্লে-অফে রংপুর, বিদায় ক্যাপিটালসের
কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের
কাজী অনিকের পাশে দাঁড়ানোর আশ্বাস তারেক রহমানের