• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ই-রিটার্ন দাখিলে রেকর্ড সাড়া, ৩৩ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১৪ এ.এম.
অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে ব্যাপক সাড়া মিলেছে-ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে (ই-রিটার্ন) অভূতপূর্ব সাড়া মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এ পর্যন্ত সারা দেশে প্রায় ৩৩ লাখ করদাতা সফলভাবে তাদের ই-রিটার্ন দাখিল করেছেন। ডিজিটাল কর ব্যবস্থার আওতায় করদাতাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (১৮ জানুয়ারি) রাতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এই তথ্য নিশ্চিত করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৪৬ লাখের বেশি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধিত করদাতাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ ইতোমধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যা পূর্ববর্তী বছরের তুলনায় অনেক বেশি।

এনবিআর আরও জানায়, চলতি কর বছরে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-রিটার্ন দাখিল কার্যক্রম আরও সহজ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন দাখিল করেছেন। বিষয়টি সরকারের ডিজিটাল রাজস্ব ব্যবস্থার প্রতি প্রবাসীদের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের এক বিশেষ আদেশ অনুযায়ী চলতি বছরে নির্দিষ্ট কিছু শ্রেণি ছাড়া সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিক, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি (যাদের জন্য বিকল্প ব্যবস্থা রয়েছে), মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ বাধ্যবাধকতা প্রযোজ্য নয়।

এর আগে, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কর ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও করবান্ধব করতে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব তুলে ধরেন।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ই-রিটার্ন সিস্টেমে কোনো ধরনের কাগজপত্র আপলোড করার প্রয়োজন নেই। ফলে করদাতারা ঘরে বসেই সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারছেন, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করছে।

জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব ব্যক্তি শ্রেণির করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সম্পন্ন করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে। করদাতারা এনবিআরের নির্ধারিত ওয়েবসাইট www.etaxnbr.gov.bd-এর মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারবেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস
বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাস
ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে অন্তর্বর্তী সরকার: আশিক মাহমুদ
ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ছে অন্তর্বর্তী সরকার: আশিক মাহমুদ
জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স ১.১২ বিলিয়ন ডলার
জানুয়ারির প্রথম ১০ দিনে রেমিট্যান্স ১.১২ বিলিয়ন ডলার