• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

৯০তম জন্মবার্ষিকী:

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৩ এ.এম.
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) শ্রদ্ধা নিবেদন-ছবি: সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। এ সময় ইউট্যাবের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধা জানান এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ইউট্যাবের চেয়ারম্যান অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং উন্নয়নের প্রকৃত স্থপতি। তিনি কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, বরং তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। সততা, দেশপ্রেম ও আত্মনিবেদনের যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা বিশ্ব রাজনীতিতেও বিরল।”

তিনি আরও বলেন, “আজকের এই দিনে তাঁর আদর্শ ও চিন্তাধারা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।”

ইউট্যাবের মহাসচিব মোর্শেদ হাসান খান বলেন, “শহীদ জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর হাত ধরেই দেশে গার্মেন্টস শিল্পের যাত্রা শুরু হয় এবং শ্রম রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচিত হয়। স্বল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সুশাসনের ভিত্তি স্থাপন করেছিলেন।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের ব্যক্তিত্ব, নেতৃত্ব ও দেশপ্রেম আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

শ্রদ্ধা নিবেদনকালে ইউট্যাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. কামরুল আহসান, অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ, অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. শামসুল আলম সেলিম, অধ্যাপক ড. মো. নুরুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক প্রতিনিধি।

উপস্থিত শিক্ষকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুধবার সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
বুধবার সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি
ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল জানুয়ারিতেই
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল জানুয়ারিতেই