বাড্ডায় ব্যাটারিচালিত অটো বন্ধের দাবিতে সড়ক অবরোধ

রাজধানীর বাড্ডায় ব্যাটারিচালিত রিকশা চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তারা লিথিয়াম ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি জানিয়ে এই কর্মসূচি পালন করছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বাড্ডার ফুজি টাওয়ারের সামনে তাদের অবরোধের কারণে কুড়িল থেকে রামপুরা সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এটি জনগণের ভোগান্তি বাড়িয়েছে। যাত্রী ও পথচারীরা যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) আজহারুল ইসলাম জানান, "একটি দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশা চালকরা রাস্তা অবরোধ করেছেন। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি এবং তাদের সরানোর চেষ্টা করছি।"
এলাকায় ইতিমধ্যেই মেট্রোরেলের কাজ চলছে। সড়ক বন্ধ থাকার কারণে যানজট আরও জটিল হয়ে গেছে। বিক্ষোভকারী চালকরা জানিয়েছেন, যদি তাদের দাবি না মানা হয়, তবে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে অফিস ও স্কুলগামী মানুষজন বিশেষভাবে ভোগান্তির সম্মুখীন হয়েছেন। এলাকার ব্যবসায়ী ও গাড়ি চালকরাও যানজটের কারণে কাজকর্মে দেরি করতে বাধ্য হয়েছেন।
প্রতিবেশীরা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ভিওডি বাংলা/জা






