জিয়ার মাজারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়াউদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার মাজারে এ শ্রদ্ধা নিবেন করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিনসহ দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্য বৃন্দ। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সকাল থেকেই রাজধানী বিভিন্ন এলাকা থেকে বিএনপির মহানগর থানা ওয়ার্ডের শতশত নেতাকর্মীরা জিয়ার মাজারে এসে জড়ো হন। বেলা ১১ টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর সংগঠনগুলো একে একে শ্রদ্ধা জানান।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে জন্মবার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
ভিওডি বাংলা-সবুজ/জা






