• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

নিজস্ব প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০৬ পি.এম.
শামীম ওসমান-ছবি-ভিওডি বাংলা

নারায়ণগঞ্জে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে এবং গ্রেফতারি পরোয়ানা করেছে। 

সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষ থেকে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, ২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই এবং ৫ আগস্ট ফতুল্লা-সাইনবোর্ড এলাকায় ১০ জনকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে তিনটি মানবতাবিরোধী অভিযোগ দাখিল করা হয়।

প্রসিকিউশন অভিযোগ করেছে, হত্যাযজ্ঞের সময় আসামিরা সবাই অস্ত্রধারী ছিলেন। মামলার অন্যতম আসামি শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান। অভিযোগ অনুযায়ী, ১২ আসামিকে গ্রেফতার করে আগামী ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন সকালে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর শোনা হয়েছে মামলার পরবর্তী শুনানির বিস্তারিত। আদালত অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ট্রাইব্যুনালের এই আদেশের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে। প্রসিকিউশন আশা করছে, আসামিদের দ্রুত গ্রেফতার ও আদালতে হাজির করার মাধ্যমে বিচার প্রক্রিয়া এগিয়ে যাবে।

এ ঘটনা বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধ তদন্ত ও বিচার ব্যবস্থার ওপর নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আদালত নিশ্চিত করেছে, আইনের আওতায় সকল আসামিকে ন্যায্য বিচার নিশ্চিত করা হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন
ইসির সীমানা অনুযায়ী ১২ ফেব্রুয়ারিই পাবনার দুটি আসনে নির্বাচন
জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্ট রিট
লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্ট রিট
গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু
গুম-খুনের মামলায় জিয়াউলের বিচার শুরু