• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চলচ্চিত্রে জ্যোতি ছড়াতে কাম ব্যাক করলেন সানজানা

বিনোদন ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পি.এম.
নায়িকা জান্নাতুল ফেরদৌস সানজানা-ছবি-ভিওডি বাংলা

অনেক বছর চলচ্চিত্র জগতের আড়ালে থাকলেও আবার জ্যোতি ছড়াতে কাম ব্যাক করলেন এক সময়ের জনপ্রিয় নায়িকা জান্নাতুল ফেরদৌস সানজানা।

সানজানা চলচ্চিত্র  জগতের এক পরিচিত নাম। প্রায় ৭/৮ টি  ছবিতে প্রথম সারির নায়িকা হিসেবে অভিনয় কর রাতারাতি পরিচিতি লাভ করেন। তার মুগ্ধ অভিনয় ও তার কথার যাদুতে  ভক্তদের নজর কারে। ব্যাক্তিগত কারনে বেশ কয়েক বছর চলচ্চিত্র জগত থেকে নিজেকে লুকিয়ে রেখে ছিলেন।   

কিন্তু এবার জোর দিয়েই আবারও সিনেমা, নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন নায়িকা সানজানা। তার কাম ব্যাক করাটা হাজার হাজার  দর্শকদের মনে সাড়া জাগিয়েছে। দর্শকরা মনে করে সানজানার মতো সুন্দরী এবং অভিজ্ঞ সম্পন্ন নায়িকা এই মুহুর্তে সিনেমা জগতে খুবই জরুরী। 

নায়িকা সানজানা বলেন, আমি বিগত দিনের সিনেমাগুলোতে চেষ্টা করেছি অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে। মাঝখানে কয়েক বছর সিনেমা করেনি। আবারও ফিরে এলাম চলচ্চিত্র জগতে। ভালো স্ক্রিপ্ট  পেলে এবং মুল নায়িকা চরিত্রে সূযোগ থাকলে সমালোচনা ঊর্ধ্বে থেকে  সিনেমা ও নাটকে অভিনয় করতে চাই।  

মন তোর জন্য পাগল, পাকড়াও, কপালের লিখন, পৃথিবীর নিয়তিসহ কায়েকটি সিনেমায় মুল নায়িকায় অভিনয় করেছেন এবং দর্শকদের মন জয় করেছেন সানজানা।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি
ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি
পারিশ্রমিকের ১৫ কোটি রুপি ফেরত দিলেন কার্তিক আরিয়ান
পারিশ্রমিকের ১৫ কোটি রুপি ফেরত দিলেন কার্তিক আরিয়ান
দেড় দশক পর বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর
দেড় দশক পর বড়পর্দায় ফিরছেন অভিনেত্রী ডলি জহুর