• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবি ছাত্রদলের

ক্যাম্পাস প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পি.এম.
জিএস সালাউদ্দিন আম্মার-ছবি-ভিওডি বাংলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছে ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দফতর সম্পাদক সিয়াম বিন আইয়ুব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এ সময় মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দেয় রাবি ছাত্রদল।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিভিন্ন অশোভন আচরণ ও উসকানিমূলক পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় এবং সংশ্লিষ্ট রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের মানসিক স্বাস্থ্য পরিস্থিতির মূল্যায়ন ও মনোসামাজিক সহায়তার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

এর আগে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে ব্যানার টানান। পরে ব্যানারটি ছিঁড়ে ফেলেন আম্মার। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। 
 
পরে এর প্রতিবাদে আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ঘোষণা অনুযায়ী, সোমবার বেলা ১টায় কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবিধান সংস্কারে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণার নির্দেশ
স্কুল, কলেজ ও মাদ্রাসায় সংবিধান সংস্কারে গণভোট বিষয়ে ব্যাপক প্রচারণার নির্দেশ
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়
জকসুতে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়