তারেক রহমান:
গণতন্ত্র ও ভোটাধিকার বাস্তবায়ন করে ৩১ দফা ফিরিয়ে দেবেন : হাবিব

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করে ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তিনি দেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন।
তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে সেই বাংলাদেশ বাস্তবায়ন করা হবে।
সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত ও পুষ্প অর্পণ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান একটি মানবিক, গণতান্ত্রিক, সম্প্রীতির ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন। এমন একটি বাংলাদেশ যেখানে মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা ও ভোটাধিকার পুনরুদ্ধার হবে এবং জনগণ ভোটের মাধ্যমে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে।
তিনি দাবি করেন, তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তিনি স্বপ্ন নয়, বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে এসেছেন। ৩১ দফা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই তারেক রহমান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ভিওডি বাংলা-সবুজ/জা







