• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুতেরেস

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন এড়িয়ে ক্ষমতার প্রয়োগ করছে

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৩৬ পি.এম.
জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সংগৃহীত ছবি

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে দায়িত্বমুক্তভাবে আচরণ করছে এবং তাদের ক্ষমতা আন্তর্জাতিক আইনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। তিনি বলেন, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র বহুপক্ষীয় সমাধানকে গুরুত্ব দিচ্ছে না; বরং তাদের লক্ষ্য হলো নিজের ক্ষমতা ও প্রভাব প্রয়োগ করা।

বিবিসি রেডিও ৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, ‘কখনো কখনো যুক্তরাষ্ট্রের ক্ষমতার প্রয়োগ আন্তর্জাতিক আইনের মানদণ্ডকে পাশ কাটিয়ে চলে। এমন নীতি বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।’ 

গুতেরেসের মন্তব্য আসে ভেনেজুয়েলায় হামলা, প্রেসিডেন্ট আটক এবং ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর। তিনি বলেন, জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন নীতিগুলো, বিশেষ করে সদস্যরাষ্ট্রগুলোর সমতার নীতি, বর্তমানে হুমকির মুখে রয়েছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদে স্থায়ী পাঁচ সদস্য—ফ্রান্স, চীন, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—প্রস্তাব ভেটো দিতে পারে। রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়ই এই ক্ষমতা ব্যবহার করে ইউক্রেন ও গাজা যুদ্ধ বন্ধের আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যাহত করেছে। ভেটো ক্ষমতা অনেক সময় সদস্য রাষ্ট্রগুলোর স্বার্থে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেন মহাসচিব।

গুতেরেস স্বীকার করেছেন যে, সংস্থার কোনো চাপ প্রয়োগের ক্ষমতা নেই; এটি বড় শক্তিগুলোর উপর নির্ভরশীল। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এখন বিশ্বকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না এবং কার্যকারিতা হারাচ্ছে।

গুতেরেস গাজা সংকটকেও বিশেষভাবে চিহ্নিত করেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে সেখানে প্রবেশ করতে দেয়নি, ফলে যুদ্ধের সময় সহায়তা বিতরণ ব্যাহত হয়েছে।

জাতিসংঘের কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে গুতেরেস বলেন, ১৯৪৫ সালের সমাধান-পদ্ধতি দিয়ে ২০২৬ সালের সমস্যা সমাধান সম্ভব নয়। তবে তিনি আশাবাদী থাকতে চান এবং বলেন, ‘যদি আমরা শক্তিশালীদের চ্যালেঞ্জ না করি, কখনোই ভালো বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে না।’

সূত্র: বিবিসি

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গোতে যমজ শাবক জন্ম দিলো বিপন্ন পাহাড়ি গরিলা
কঙ্গোতে যমজ শাবক জন্ম দিলো বিপন্ন পাহাড়ি গরিলা
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক আরোপ, ক্ষুব্ধ ইউরোপ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক আরোপ, ক্ষুব্ধ ইউরোপ