• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ঝালকাঠি-১

কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বতন্ত্র প্রার্থীর

ঝালকাঠি প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পি.এম.
স্থানীয়দের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকতের সৌজন্য সাক্ষাৎ। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম আজম সৈকত তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণার দ্বিতীয় দিনে কাঁঠালিয়ায় কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকালে তিনি কাঁঠালিয়া উপজেলার ১নং চেচরী রামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান এবং উত্তর চেচরী গ্রামের মরহুম আব্দুল জব্বার মাওলানার কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এরপর গোলাম আজম সৈকত কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনী বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি পান্না মুন্সী, জেলা যুবদলের সদস্য হালিম শিকদার, কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কাঁঠালিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব শহিদুল হাওলাদার, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, কাঁঠালিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাইয়ুম হাওলাদার, ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রুবেল হাওলাদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় গোলাম আজম সৈকত বলেন, কাঁঠালিয়া এলাকার মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত। তিনি বলেন, ‘দল-মত নির্বিশেষে সবাই যদি একটি প্রতীকে ঐক্যবদ্ধ হয়, তাহলে সেই প্রতীকের পক্ষে কাজ করা সম্ভব হবে। আমরা এই আসনে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চাই।’

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। জাল ভোট, অনিয়ম বা কোনো ধরনের কারচুপি যেন না হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। মনোনয়ন বৈধ হওয়ার পর জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই স্বতন্ত্র প্রার্থী।

ভিওডি বাংলা/ মোঃ মাহিন খান/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল
জানুয়ারিতে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ
রিজওয়ানা হাসান জানুয়ারিতে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ