১২ আসনে নির্বাচন করার ঘোষণা নাগরিক ঐক্যের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ১২ আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছে নাগরিক ঐক্য। এই ঘোষণাটি দিয়েছেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘এইবারের নির্বাচনে মোট ১২ টি আসনে আমরা নির্বাচন করবো।’ এই ১২ আসনের মধ্যে মান্না নিজে ২টি আসনে নির্বাচন করার কথা জানিয়েছেন। সেগুলো হলো- ঢাকা-১৮ এবং বগুড়া- ২ আসন।
সোমবার (১৯ জানুয়ারি) বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে তিনি এই ঘোষণা দিয়েছেন।
মাহমুদুর রহমান মান্নার দু’টি আসন ছাড়া বাকি আসনগুলো হলো: রংপুর-৫, জামালপুর-৪, সিরাজগঞ্জ-১, পাবনা-৬, চট্টগ্রাম-৯, চাঁদপুর-২, কুড়িগ্রাম-২, রাজশাহী-২, লক্ষীপুর-২।
এছাড়া জয়পুরহাট-২ আসনে আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি এখনো নির্বাচন কমিশনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেননি।
নির্বাচনকে কেন্দ্র করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়েছে কিনা-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড পুরোপুরি তৈরী হয়নি। এরমধ্যেই নির্বাচন করতে হবে। একদম লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা যাবে, সেটা আমার মনে হচ্ছে না।’
নাগরিক ঐক্য শেষ সময়ে গিয়ে কোনো জোটে আবদ্ধ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ক্ষেত্রে এরকম চমকের কোনো সম্ভাবনা নেই। আমি অলরেডি ঘোষণা করেছি যে, আমি দু'টো আসনে নির্বাচন করতে চাই।’
বিএনপির জোটে থাকছেন কিনা-জানতে চাইলে মান্না বলেন, ‘আমরা আমাদের মতো নির্বাচনে অংশগ্রহণ করবো। এর পরে সময় আছে শুধু আজকের দিন। কেউ যদি আলাপ আলোচনা করতে চান, সেই সময় চালু আছে। সেই সময় খোলা আছে। কিন্তু কালকের পরে থাকবে না।’
কোন জোটের সঙ্গে যুক্ত হওয়ার কোন সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত আমরাই আছি।’
কোনো বড় দলের সঙ্গে আলাপ আলোচনা চলছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একটা কথা আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সে রকম করে বলতে পারি। কিন্তু সে রকম কথা শুরু হয়নি।’
নির্বাচনের পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো পর্যন্ত তো কেউ মাঠে নামেনি। যখন কর্মসূচি গুলো নেবে, কথা বলবে। তখন বোঝা যাবে।’
ভিওডি বাংলা-সবুজ/জা






