যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক এনসিপির প্রতিনিধি দলের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল।
দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৫টায় যমুনায় প্রবেশ করে প্রতিনিধি দল। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বৈঠকে উপস্থিত থাকবেন। জানা গেছে, বৈঠকে তারা আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ বিকালে
এ বিষয়ে আগেই শনিবার রাতের বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছিলেন, তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বের নানা বিষয়ে তার কাছে অবহিত করবেন।
এর আগে রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা। তারা সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে একটি তালিকাও তৈরি করেছেন। এ বিষয়ে তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন।
জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতে ইসলামীর এই উদ্যোগ নির্বাচনের স্বচ্ছতা এবং সকল রাজনৈতিক দলের সমান অধিকার নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বৈঠক সরকারের নির্বাচন ব্যবস্থাপনা ও প্রশাসনিক নীতি সম্পর্কে দিকনির্দেশনা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
ভিওডি বাংলা/জা






