বক্তব্যের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের আমির

নির্বাচনী সভার সময় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম।
সোমবার (১৯ জানুয়ারি) কুষ্টিয়ার একটি নির্বাচনী সভায় বক্তব্যের সময় আবুল হাশেম হঠাৎ লুটিয়ে পড়েন। উপস্থিত নেতাকর্মী ও দর্শকরা আতঙ্কিত হয়ে যান। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এ সময়ের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আবুল হাশেম বক্তৃতার মাঝপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত নেতা-কর্মীরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন।
এর আগে, কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও ইসলামিক বক্তা মুফতি আমির হামজা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়ে দেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এছাড়া, তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা রয়েছে।
জানা যায়, আবুল হাশেম দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। তার মৃত্যু কুষ্টিয়ার রাজনৈতিক মহলে শোকের ছাপ ফেলেছে। স্থানীয় নেতারা তাকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন সতর্ক ও দায়িত্বশীল নেতা।
হাসপাতাল সূত্র জানায়, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সঠিক মৃত্যুর কারণ জানা গেলে তা অফিসিয়ালভাবে ঘোষণা করা হবে।
নেতাকর্মী ও স্থানীয়রা আগামীকাল থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি নিচ্ছেন।
ভিওডি বাংলা/জা







