• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডাসারে ভারী ট্রাকে বালু ও মাটি পরিবহনে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:৫৩ পি.এম.
ডাসারে ভারী ট্রাকে বালু ও মাটি পরিবহনে নষ্ট হচ্ছে গ্রামীণ সড়ক। ছবি: ভিওডি বাংলা

প্রশাসনকে বৃদ্ধা আঙুল দেখিয়ে উপজেলার হেলিপোর্ট সংলগ্ন বালুর মাঠ থেকে ট্রাকে করে নিয়মিত বালু ভর্তি করে গ্রামীণ সড়ক ব্যবহার করে দিন-রাত ভারী ট্রাকে বালু পরিবহন করার অভিযোগ উঠেছে বালু ব্যবসায়ী শাহআলম লস্করের বিরুদ্ধে। 

সোমবার (১৯ জানুয়ারি) সরেজমিনে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম পাশে বেশ কিছু বছর আগে নিচু জমিতে বালু ও ড্রেজার মেশিন দিয়ে পিড়ারবাড়ী অবদার খাল থেকে বলগেট ও দীর্ঘ পাইপ লাইন ব্যবহার করে বালু ভরাটের কাজ করেন, শাআলম লস্কর। সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের মৃত্যুর পরে বিভিন্ন স্থানে বালু বিক্রি করেন শাহ আলম লস্কর। বালু হস্তান্তর করতে তিনি ব্যবহার করছেন ভারী ট্রাক। গ্রামীণ সড়কে ভারী ট্রাকে নিয়মিত বালু ও মাটি পরিবহন কারণে রাস্তাঘাট ভেঙে ও দেবে যাচ্ছে।পিচঢালাই উঠে ও সড়কে মাটি পরে ধূলায় আচ্ছন্ন হয়ে পড়ছে সড়ক। মূলত ট্রাকে অতিরিক্ত ওজন ও অনিয়মিত চলাচলের ফলে, জনদুর্ভোগ বাড়ছে এবং কোটি কোটি টাকার গ্রামীন সড়ক নষ্ট হচ্ছে এমনকি বালু পড়ে দুর্ঘটনাও ঘটছে। বালুর ধূসর চাদরে আচ্ছন্ন হয়ে পড়ছে সড়ক। এতে করে সড়কে চলাচলকারী ছোট যানবাহন চালক ও ক্ষুব্ধ পথচারী।প্রতিকার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।

ভারী ট্রাকে বালু ও মাটি পরিবহন।

স্থানীয় বাসিন্দা ভ্যানচালক তাইম জানান, সড়কে চব্বিশ ঘন্টা ভারী ট্রাক দিয়ে বালু ও মাটি পরিবহন করছে বালু ব্যবসায়ী শাহ আলম লস্কর। এতে রাস্তা ভেঙে ও ফাটল ধরছে।এছাড়াও সড়কে বালু ও মাটি পড়ে আছে। আমরা প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছি।

এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, ভারী ট্রাক ব্যবহার করে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে তার ব্যাপারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।  
বালু ব্যবসায়ী শাহ আলম লস্করকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী অফিসার জানান, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ভিওডি বাংলা/ তুহিন মৃধা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বতন্ত্র প্রার্থীর
ঝালকাঠি-১ কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বতন্ত্র প্রার্থীর
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল