তারেক রহমানের উপহার:
নতুন ঘরে উঠল অ্যালবেনিজম আক্রান্ত ছোট্ট আফিয়া

যশোরের ছোট্ট আফিয়ার জীবন বদলে গেল। অ্যালবেনিজমে আক্রান্ত হওয়ায় অতি ফর্সা রঙের কারণে জন্মের পর থেকে বাবা পর্যন্ত স্বীকার করেননি তাকে। তবে এবার দেশপ্রেমী ও সামাজিক কল্যাণমুখী উদ্যোগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শিশুটির জন্য প্রতিশ্রুত নতুন ঘর উপহার দিলেন।
সোমবার (১৯ জানুয়ারি) নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ছোট্ট আফিয়া ও তার মায়ের জন্য ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তারেক রহমান। তিনি বলেন, “দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি। রাজনীতি শুধু স্লোগান, মিছিল-মিটিং বা দোষারোপের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনের রাজনীতি হবে মানুষের কল্যাণে।”
তারেক রহমান আরও বলেন, গ্রামীণ মানুষকে ফ্যামিলি ও কৃষক কার্ডের মাধ্যমে শক্তিশালী করা হবে। খাল কাটা কর্মসূচি পুনরায় চালু হবে এবং পানির সমস্যা দূর করা হবে। এছাড়া গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, যাতে মানুষ ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা পেতে পারে।
তিনি যোগ করেন, “যদি বিএনপি জনগণের রায়ে সরকার গঠন করতে পারে, আমরা শিক্ষিত নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলব। একই সাথে অবহেলিত মসজিদের ইমাম-খতিব এবং ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।”
উক্ত অনুষ্ঠানে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতা-কর্মীরা।
নতুন ঘর পাওয়ায় আবেগ আপ্লুত হয়েছেন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি এবং স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠানটি উদ্যোক্তা সকলকে ধন্যবাদ জানান।
ভিওডি বাংলা/জা






