• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পলিথিনের ঘরে মানবেতর জীবনযাপন করছেন জাহানারা বেগম

কুড়িগ্রাম প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:১৪ পি.এম.
জাহানারা বেগম। ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের কড়াইকান্দী গ্রামে মানবেতর জীবনযাপন করছেন বিধবা জাহানারা বেগম (৫০)। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে কয়েক টুকরো পলিথিন আর বাঁশের খুঁটি দিয়ে তৈরি অস্থায়ী ঘরেই তার রাত কাটছে। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে, আর রাত নামলেই সাপ-বিচ্ছুর আতঙ্কে জেগে থাকতে হয় তাকে।

অনেক বছর আগে স্বামী হযরত আলীর মৃত্যু হলে দারিদ্র্যের কঠিন বাস্তবতায় পড়েন জাহানারা বেগম। স্বামীর মৃত্যুর পর চরম কষ্টের মধ্যেই দুই ছেলে ও এক মেয়েকে বড় করেন তিনি। সন্তানদের বিয়ে হয়ে গেলেও তাদের আর্থিক অসচ্ছলতার কারণে বর্তমানে সবাই আলাদা আশ্রয়ে থাকছেন। ফলে একাই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এই বিধবা নারী।

বর্তমানে বয়সের ভারে ও অসুস্থতায় কাজ করার শক্তি হারিয়েছেন জাহানারা বেগম। সামান্য কিছু জমি থাকলেও কোনো স্থায়ী আয়ের উৎস নেই। তাই গ্রাম ও বাজারে ভিক্ষা করেই দিন কাটাতে হচ্ছে তাকে। শীত ও বর্ষা মৌসুমে তার দুর্ভোগ আরও বেড়ে যায়। 

স্থানীয়রা জানান, আধুনিক সময়েও একজন বিধবা নারী এভাবে পলিথিনের ঘরে বসবাস করছেন—এটি অত্যন্ত দুঃখজনক। প্রতিবেশীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়ে বলেন, একটি নিরাপদ ঘর পেলে অন্তত শেষ জীবনে কিছুটা স্বস্তি পেতেন তিনি।

জাহানারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, রাতে সাপ-বিচ্ছুর ভয় থাকে। এই বয়সে কাজ করতে পারি না। সরকার যদি একটা ঘর দিত, তাহলে একটু শান্তিতে বাঁচতে পারতাম।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং জাহানারা বেগমকে আশ্রয়ণ প্রকল্প বা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার চেষ্টা করা হবে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। প্রকৃতভাবে যোগ্য হলে তাকে সরকারি ঘর বা প্রয়োজনীয় সহায়তার আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ মোঃ মশিউর রহমান বিপুল/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বতন্ত্র প্রার্থীর
ঝালকাঠি-১ কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বতন্ত্র প্রার্থীর
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল