• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিশোরগঞ্জ

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:২৭ পি.এম.
খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। ছবি: ভিওডি বাংলা

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে কিশোরগঞ্জে স্মৃতিচারণ, কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (১৮ জানুয়ারি) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইদ্রিস মিয়ার উদ্যোগে সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও মধ্যপাড়া এলাকায় এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জামিয়া নিজামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন এবং তাদের মাধ্যমে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান এবং দেশের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি ও আহ্বায়ক মাওলানা রফিকুল ইসলাম। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী এবং প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

রশিদাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবদুল খালেক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ (সদর–হোসেনপুর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জমান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ আল মোস্তফা, লতিবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এতে সঞ্চালনা করেন রশিদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক শাহ মোঃ মোস্তফা।

এসময় বক্তারা বলেন, দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। তার ইন্তেকাল জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনা ধারণ করেও তিনি কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেন নাই। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ শুধু বিএনপির নেতাকর্মীরাই নয়, দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। তার আত্মার মাগফেরাত কামনা করছে জাতি।

বেগম খা‌লেদা জিয়ার দীর্ঘ রাজনৈ‌তিক জীব‌নের ম্মৃ‌তিচারণ ক‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে মো. মাজহারুল ইসলাম ব‌লেন, সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অমর প্রতীক। তাঁর নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। খালেদা জিয়ার স্বপ্নকে বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বে আগামির বাংলাদেশ গড়তে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করে তাঁর আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন তি‌নি।

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বতন্ত্র প্রার্থীর
ঝালকাঠি-১ কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ স্বতন্ত্র প্রার্থীর
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
রুমিন ফারহানার বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির অভিযোগ
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল
ফ্যাসিবাদ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আসিফ নজরুল