• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডেনমার্কের প্রধানমন্ত্রী

ইউরোপ ট্রাম্পের চাপে মাথা নত করবে না

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৪ পি.এম.
ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রীনল্যান্ড দখলের প্রস্তাবের বিরোধীতার পরিপ্রেক্ষিতে নতুন করে শুল্ক আরোপের হুমকির পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন বলেছেন, ইউরোপ ট্রাম্পের চাপের মুখে মাথা নত করবে না। তিনি বলেন, ‘আমরা সহযোগিতা চাই, সংঘাত নয়, কিন্তু ইউরোপকে ব্ল্যাকমেল করা যাবে না।’

ফ্রেডরিকসনের মন্তব্য ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে। আটটি ইউরোপীয় দেশের নেতারা এক যৌথ বিবৃতিতে সতর্ক করেছেন, প্রস্তাবিত শুল্ক ট্রান্স-আটলান্টিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তারা গ্রীনল্যান্ডের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য থেকে আমদানিকৃত পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে, যা জুন পর্যন্ত ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। শুল্ক কার্যকর থাকবে যতক্ষণ না গ্রীনল্যান্ডের সম্পূর্ণ ক্রয় চুক্তি সম্পন্ন হয়।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বারথ আইডে বলেন, গ্রীনল্যান্ডের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহযোগিতা সম্ভব নয়। অন্যদিকে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “গ্রীনল্যান্ডের নিরাপত্তা সর্বোত্তমভাবে নিশ্চিত হবে মার্কিন নিয়ন্ত্রণের অধীনে।”

ইউরোপীয় নেতারা ডেনমার্ক ও গ্রীনল্যান্ডের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং ন্যাটোর মাধ্যমে মেরু অঞ্চলের নিরাপত্তায় ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, শুল্ক আরোপিত হলে ইউরোপীয় ইউনিয়ন বলপ্রয়োগ বিরোধী নীতি সক্রিয় করতে পারে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই পদক্ষেপকে “সম্পূর্ণ ভুল” আখ্যা দিয়েছেন। 

গ্রীনল্যান্ডের কৌশলগত অবস্থান ও প্রাকৃতিক সম্পদ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রস্তাবে গুরুত্বপূর্ণ হলেও, সাম্প্রতিক জরিপে দেখা গেছে, বেশিরভাগ গ্রীনল্যান্ডবাসী এবং অনেক মার্কিন নাগরিক মার্কিন নিয়ন্ত্রণকে সমর্থন করছেন না।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কঙ্গোতে যমজ শাবক জন্ম দিলো বিপন্ন পাহাড়ি গরিলা
কঙ্গোতে যমজ শাবক জন্ম দিলো বিপন্ন পাহাড়ি গরিলা
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ
ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক আরোপ, ক্ষুব্ধ ইউরোপ
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতায় শুল্ক আরোপ, ক্ষুব্ধ ইউরোপ