কার্পেটিং কাজের আগেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে উত্তর চরদাহ হয়ে দক্ষিণ ছনকা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক কার্পেটিংয়ের কাজে শুরুতেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মনিরুল ইসলাম মিলন, শাহালম বাপ্পি, আমজাদ হোসেন বাবু, ইউনিয়ন ওয়ার্ড বিএনপির নেতা তকবির আলমসহ ১৫/২০ জন এলাকাবাসী কাজের অনিয়মের বিষয়টি নজরে আনেন।
তারা জানান, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। বহু বছর পর সরকারি বরাদ্দে কাজ শুরু হলেও শুরুতেই যদি দুর্নীতি হয়, তাহলে এই সংস্কারের কোনো প্রয়োজন নেই।
প্রয়োজনে তারা সংস্কারবিহীন সড়ক দিয়েই চলাচল করবেন, কিন্তু দুর্নীতি মেনে নেবেন না। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব নষ্ট করবে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা ইঞ্জিনিয়ার জাকির হোসেনকে জানানো হলে তিনি ঘটনাস্থলে অফিস স্টাফ পাঠান।
পরিদর্শন শেষে তিনি জানান, কোনোভাবেই নিম্নমানের ইট দিয়ে কাজ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্যবহৃত সব নিম্নমানের ও এ্যাজিং না করা ইট তুলে নিয়ে ভালো মানের ইট দিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে আবারও অফিসের লোক পাঠিয়ে নিম্নমানের ইট অপসারণ করা হবে, অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ইট তুলে ফেলা হবে।
উল্লেখ্য, সড়কটির কাজ শ্যামনগর উপজেলার ঠিকাদার আলমগীর হোসেন টেন্ডারের মাধ্যমে পেয়েছেন। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসী দ্রুত সঠিক নিয়ম ও মান বজায় রেখে কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন।
ভিওডি বাংলা/ আবদুল্লাহ আল মামুন/ আ







