• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে প্রথমে শোকজ করা উচিত: আসিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সবার আগে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা উচিত।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘ঢাকা-১১ আসনের নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করা হয়েছে। বলা হয়েছে তারা ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। কিন্তু এটি ছিল গণভোটের প্রচারণা। আমরা কোনো জায়গায় আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাইনি, যা শোকজ করার জন্য যথেষ্ট হবে না।’

তিনি অভিযোগ করেন, ‘আমাদের প্রার্থীদের শোকজ দেওয়া হয়েছে সম্পূর্ণ পক্ষপাতদুষ্টভাবে এবং একটি মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে। কিন্তু সারা দেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দলের নাম, মার্কা বা নেতাদের ছবি ব্যবহার করে পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রচারণা চালাচ্ছেন, যা স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন। তবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বা স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় এক দলের চেয়ারম্যান দেশে আসেন এবং তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেয়ে যায়। দেশের বিভিন্ন স্থানে আমরা তা লক্ষ্য করেছি। যদি শুধু ছবি ব্যবহারই আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে প্রথমে তাকে—তারেক রহমানকে—শোকজ করতে হবে। প্রিন্সিপ্যাল অ্যান্ড পলিসি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পদ্মার চরে দুই মাসে চারজনকে গুলি করে হত্যা
রাজশাহী পদ্মার চরে দুই মাসে চারজনকে গুলি করে হত্যা
ইসি ক্রমেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে: নাহিদ ইসলাম
ইসি ক্রমেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে: নাহিদ ইসলাম
নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই
নির্বাচনে পক্ষপাতিত্বের সুযোগ নেই