মতামত সংগ্রহ
রাজারহাটে শিক্ষা প্রতিষ্ঠানে গণভোট ঘিরে প্রচারণা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোটকে কেন্দ্র করে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (১৯জানুয়ারী) রাজারহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনি বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে এই গণভোটের লক্ষ্য নিয়ে শিক্ষা ব্যবস্থার নির্দিষ্ট কিছু সংস্কার প্রস্তাব নিয়ে অংশীজনদের মতামত সংগ্রহ করেন।
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সভা-সেমিনার, মতবিনিময় সভা এবং লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। কোথাও কোথাও অনলাইন ও সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করে মতামত জানাতে উৎসাহ দেয়া হচ্ছে শিক্ষক ও অভিভাবকদের। শিক্ষার্থীদের জন্য আলাদা করে ওরিয়েন্টেশন সেশন আয়োজন করা হয়েছে, যাতে তারা প্রস্তাবগুলোর ইতিবাচক ও নেতিবাচক দিক সম্পর্কে অবগত হতে পারে।
এ বিসয়ে সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন বলেন, ‘এই গণভোটের মাধ্যমে আমরা মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা জানতে চাই। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত মতামত নীতিনির্ধারণে সহায়ক হবে।’
অন্যদিকে, একাধিক অভিভাবক জানান, শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে সরাসরি মত দেয়ার সুযোগ পাওয়ায় তারা সন্তুষ্ট।
এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান বলেন, গণভোট সম্পর্কে সকলে সচেতন হয়ে স্বতঃস্ফূর্ত যাতে অংশগ্রহণ করে এটিই আমাদের মূল উদ্দেশ্য।
ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ







