• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৫৫ পি.এম.
আমতলীতে গণভোট নিয়ে সমন্বিত মতবিনিময় সভা অনুষ্ঠিত।ছবি: ভিওডি বাংলা

আসন্ন ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও সাংবাদিকদেও নিয়ে সভা।

সোমবার ( ১৯ জানুয়ারি) সকালে বরগুনার আমতলী পৌরসভা মিলানায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

বরগুনা জেলা প্রশাসক ও বরগুনা-১ ও ২ সংসদীয় আসনের রিটানির্ং অফিসার মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খোদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী। জেলা নির্বাচন কর্মকর্তা, মো. আতিকুল ইসলাম, আমতলী তালতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ, আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার, আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিয়াউল হক, আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদিদ্দন ফকির, ইসলামী আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মুফতি মো. ওমর ফারুক জিহাদী, জামাতে ইলামের উপজেলা সেক্রেটারি মো. মোফাজ্জেল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা বৃন্দ।

গণভোটের উপর প্রেজেন্টসন উপস্থাপনা করেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার।

বরগুনার পুলিশ সুপার মো. কুদরতই খোদা বলেন, পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ আইন শৃঙ্খলার অবনতি করতে চাইলে তা বরদাশত করা হবে না। তিনি আরো বলেন, গণভোট নিয়ে আমরা মানুষকে সচেতন করছি। কিন্ত ভোটার কোথায় ভোট দিবে সেটা তার ব্যাপার।

অনুষ্ঠানের সভাপতি বরগুনা জেলা প্রশাসক তার বক্তৃতায় বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন   দিনের ভোট রাতে হবে না। যদি কেউ করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শ্রমিকের হাটে শীতবস্ত্র বিতরণ
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শ্রমিকের হাটে শীতবস্ত্র বিতরণ
কার্পেটিং কাজের আগেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ
কার্পেটিং কাজের আগেই ভয়াবহ দুর্নীতির অভিযোগ
ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ