• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চঞ্চল-পরীমণিকে নিয়ে ‘শাস্তি’র আনুষ্ঠানিক ঘোষণা

বিনোদন প্রতিবেদক    ১৯ জানুয়ারী ২০২৬, ১১:১২ পি.এম.
প্রেস কনফারেন্সে ‘শাস্তি’র টিম। সংগৃহীত ছবি

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও সমকালীন বাস্তবতায় নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘শাস্তি’। যেখানে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক উন্মত্ত শহরে শাস্তির দাবির মুখে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াইয়ের গল্প।

ছবিটির খবর আগেই ফাঁস হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলো সিনেমাটির নাম ও অভিনয়শিল্পীদের। সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত প্রেস কনফারেন্সে হাসিমুখে হাজির ছিলেন চঞ্চল চৌধুরী ও পরীমণি, সঙ্গে ছিল পুরো টিম।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি পরিচালনা করছেন লীসা গাজী। এর আগে তিনি ‘বাড়ির নাম শাহানা’ নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। একইসঙ্গে সেই সিনেমাটি ৯৮তম একাডেমি পুরস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র বিভাগে একজন নারী পরিচালিত বাংলাদেশের প্রথম অফিসিয়াল জমাকৃত চলচ্চিত্র হিসেবে ইতিহাস গড়ে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সিনেমাটির চারটি প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা ও অর্ক দাস।

ঢাকার জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘শাস্তি’-র মূল গল্প।

নির্মাতা পক্ষ জানায়, রবীন্দ্রনাথের গল্প থেকে অনুপ্রাণিত হলেও সিনেমাটি নির্মিত হচ্ছে আজকের বাস্তবতার আলোকে। যেখানে ভার্চুয়াল জগৎ, মিডিয়ার তাৎক্ষণিক বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। শাস্তির দাবিতে মুখর শহরের ভেতর ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের অজানা সত্য।

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘শাস্তি’র আধুনিক ও মনস্তাত্ত্বিক রূপান্তরে কাজ করা যেকোনো অভিনেতার জন্যই বড় প্রাপ্তি। পরিচালক লীসা গাজীর গল্পের গাঁথুনি ও চরিত্র নির্মাণের দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। এখানে প্রতিটি চরিত্রের বহু স্তর রয়েছে, যা পর্দায় তুলে ধরা সত্যিই চ্যালেঞ্জিং।’

পরীমণি বলেন, ‘পরিচালক যখন আমাকে এই সিনেমার চিত্রনাট্য শোনান, আমি এক মুহূর্তেই রাজি হয়ে যাই। সমসাময়িক প্রেক্ষাপটে নারী চরিত্রগুলো যেভাবে তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। চঞ্চল ভাইসহ সকল সহশিল্পীর সঙ্গে কাজ করতে আমি ভীষণ এক্সসাইটেড।’

পরিচালক লীসা গাজী বলেন, ‘আমরা যে সময়ে বাস করছি, সেই সময়কে বোঝার চেষ্টা থেকেই এই গল্পের জন্ম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে এর অঙ্কুরোদগম হলেও এটি আজকের বাস্তবতার টানাপড়েনের প্রতিচ্ছবি। এই সিনেমা সময়ের সঙ্গে বোঝাপড়া যেমন তৈরি করে, তেমনি আশার খোঁজও দেয়।’

প্রযোজক আবিদ আজিজ মার্চেন্ট বলেন, লীসা গাজীর অনন্য পরিচালনা এবং চঞ্চল-পরীমণিসহ মেধাবী শিল্পীদের নিয়ে রবীন্দ্রনাথের গল্পের আধুনিক রূপান্তর ‘শাস্তি’ দর্শকদের হৃদয়ে দাগ কাটার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে।

আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিতব্য ‘শাস্তি’ প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।

সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে, ঢাকায়।

ভিওডি বাংলা/ আর/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা রানাওয়াত
এ আর রহমানকে ‘ঘৃণ্য মানুষ’ বললেন কঙ্গনা রানাওয়াত
ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি
ছেলের সঙ্গে খুনসুটিতে মাতলেন পরীমণি
পারিশ্রমিকের ১৫ কোটি রুপি ফেরত দিলেন কার্তিক আরিয়ান
পারিশ্রমিকের ১৫ কোটি রুপি ফেরত দিলেন কার্তিক আরিয়ান