• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পোস্টাল ভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে ইসি

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ১০:০১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোটদান কার্যক্রম নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশন সচিবালয়ের অডিটরিয়ামে বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এই ব্রিফিং সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে পোস্টাল ভোটিং পদ্ধতি, ভোটার নিবন্ধন, অ্যাপ ব্যবহারের নিয়ম এবং ভোট প্রদানের সার্বিক প্রক্রিয়া সম্পর্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের বিস্তারিতভাবে অবহিত করা হবে।

ইসি সূত্র জানায়, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে ও দেশের বাইরে অবস্থানরত নিবন্ধিত ভোটাররা ঘরে বসেই ভোট প্রদান করতে পারবেন। এই পদ্ধতিকে আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ গ্রহণ করাই বৈঠকের মূল উদ্দেশ্য।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ইসি জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হবে।

প্রতীক বরাদ্দের পরপরই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশনকৃত ভোটাররা ভোট প্রদান শুরু করতে পারবেন। নির্বাচন কমিশন আশা করছে, এই ডিজিটাল ভোটিং পদ্ধতি নির্বাচনী অংশগ্রহণ বাড়াবে এবং ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও বিশ্বাসযোগ্য করে তুলবে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় শিক্ষা সপ্তাহ চলতি বছরের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু
জাতীয় শিক্ষা সপ্তাহ চলতি বছরের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু
এলপিজি সংকট মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ
এলপিজি সংকট মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ
‘গোঁজামিলের নির্বাচন হবে না’
‘গোঁজামিলের নির্বাচন হবে না’