জান্নাতের টিকিট বিক্রির মালিক মানুষ নয়, একমাত্র আল্লাহ: ইশরাক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “জান্নাতের টিকিট বিক্রি করার অধিকার কোনো মানুষের নেই। কে জান্নাতে যাবে আর কে যাবে না এই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র মালিক মহান আল্লাহ তাআলা।
তিনি বলেন, “যে ব্যক্তি নিজেকে সেই সিদ্ধান্তদাতা মনে করে, সে আসলে নিজেকে আল্লাহর সঙ্গে তুলনা করছে এটা ভয়ংকর ও বিপজ্জনক মানসিকতা।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানী ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়াকে স্মরণ করে ইশরাক হোসেন বলেন, একজন গৃহবধু থেকে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বনেতায় পরিণত হওয়া ইতিহাসে বিরল ঘটনা। পৃথিবীর বহু সভ্যতা ও রাষ্ট্রে আমরা নেতৃত্ব দেখেছি, কিন্তু এমন উদাহরণ খুব কম।
তিনি আরও বলেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করা হবে এবং ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছরের আন্দোলন কোনোভাবেই ক্ষমতার লোভে নয়। এই লড়াই ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও গুম-খুন-নির্যাতনের বিরুদ্ধে।
তিনি অভিযোগ করেন, যারা আজ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা বিগত ১৭ বছরে জনগণের অধিকার নিয়ে রাজপথে ছিল না। ২৮ অক্টোবরের পর ঢাকায় হাতে গোনা কয়েকজন নেতা নিজেরাই মিছিল করেছেন লিয়াকত চাচা ও টিপু চাচা তাদের মধ্যে অন্যতম। র্যাবের চাপ, মামলা ওএলাকা ছাড়া থাকা সত্ত্বেও তারা রাজপথ ছাড়েননি।
৫ আগস্টের পর আমরা একটি সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেছিলাম কিন্তু কিছু মহল পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা আর বিভক্তির রাজনীতি দেখতে চাই না বলে জানান তিনি।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটার টার্নআউট যত বেশি হবে, গণতন্ত্র তত শক্তিশালী হবে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনই দেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ভোটারদের কেন্দ্রে নিয়ে যেতে সর্বাত্মক কাজ করার জন্য।
সংস্কার ও ভোটের প্রশ্নে বিএনপির কোনো দ্বিধা নেই জানিয়ে ইশরাক হোসেন বলেন, জুলাই সনদে আমরা সবার আগে স্বাক্ষর করেছি। এ নিয়ে অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। অনেকেই মিথ্যা প্রচার করছে যে আমি না বলে সমর্থন করেছি এটা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা বানোয়াট।
নির্বাচনের ফলাফল যাই হোক, আমি এই এলাকার সন্তান হিসেবে জনগণের পাশে থাকব। মুরুব্বীদের সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করে যাব বলে জানান তিনি।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন- মকবুল ইসলাম টিপু-যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, ওয়ারী থানার আহ্বায়ক আলহাজ্ব লিয়াকত আলী, টমাস হোসেন- যুগ্ম আহ্বায়ক ওয়ারী থানা বিএনাপ, ইব্রাহিম হোসেন যুগ্ম আহ্বায়ক ওয়ারী থানা বিএনাপ, মো. মহসিন যুগ্ম আহ্বায়ক ওয়ারী থানা বিএনাপ, ফরহাদ হোসেন মুকুল-সভাপতি- ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি, রাহাত হোসেন- সাধারণ সম্পাদক ৪১ নম্বর ওয়ার্ড বিএনপি, সহিদুল ইসলাম ও মো. জসিম উদ্দিন খান মুন্সিগঞ্জ জিলা বিএনপি।
ভিওডি বাংলা-সবুজ/জা







