বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সৌম্য সরকার জীবনের এক নতুন ও আনন্দময় অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। বাবা হতে চলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
রোববার (১৯ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সৌম্য সরকার লেখেন, “নতুন অধ্যায় শুরু করছি।” ছবিটিই ছিল এই সুখবরের মূল বার্তা। সেখানে দেখা যায়, সৌম্য কালো রঙের টি-শার্ট ও ক্যাপ পরে আছেন, যেখানে স্পষ্টভাবে লেখা ‘Dad’। তার পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের ক্যাপে লেখা ‘Mom’। প্রিয়ন্তীর হাতে ধরা ছোট্ট এক জোড়া শিশুর মোজা পুরো ছবিটিকে আরও অর্থবহ করে তোলে, যা দম্পতির প্রথম সন্তানের আগমনের ইঙ্গিত দেয়।
২০২৩ সালে দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌম্য সরকার। বিবাহিত জীবনের দুই বছরের মাথায় তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি। মাঠের ক্রিকেটে উত্থান-পতনের মধ্য দিয়ে গেলেও ব্যক্তিগত জীবনে এবার সৌম্য যেন সবচেয়ে আনন্দের সময় পার করছেন।
সৌম্যর এই পোস্টের পরপরই জাতীয় দলের সতীর্থ ক্রিকেটার, সাবেক খেলোয়াড়, ক্রীড়া বিশ্লেষক ও অসংখ্য ভক্ত তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা আর শুভকামনায় ভরে ওঠে তার পোস্টের মন্তব্যের ঘর।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দম্পতি বর্তমানে সন্তানের আগমনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। তবে সন্তান জন্মের সম্ভাব্য সময় কিংবা অন্য কোনো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেননি তারা।
বর্তমানে জাতীয় দলের নিয়মিত সদস্য না হলেও বিপিএল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সক্রিয় রয়েছেন সৌম্য সরকার। ক্রিকেট বিশ্লেষকদের মতে, জীবনের এই নতুন দায়িত্ব ও সুখবর তার মানসিক শক্তি ও আত্মবিশ্বাসে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মাঠের বাইরে এই নতুন অধ্যায় সৌম্যর জীবনে আরও পরিপক্বতা, দায়িত্ববোধ ও স্থিরতা এনে দেবে-এমনটাই মনে করছেন তার শুভাকাঙ্ক্ষীরা।
বাংলাদেশ ক্রিকেটের এই পরিচিত মুখের জন্য নিঃসন্দেহে এটি এক বিশেষ ও স্মরণীয় সময়।
ভিওডি বাংলা/জা






