• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চানখাঁরপুলে ৬ হত্যার মামলার রায় পিছিয়েছে

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামী ২৬ জানুয়ারি চানখাঁরপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার মামলার রায় ঘোষণা করবে। ২০২৪ সালের ৫ আগস্ট ঘটনার পর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রায়ের নতুন তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। প্রসিকিউশনের বরাত দিয়ে জানানো হয়েছে, রায় এখনও প্রস্তুত না হওয়ায় তারিখ পিছানো হয়েছে।

মামলার আসামি মোট আটজনের মধ্যে চারজন গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তার আসামিরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন এবং মো. নাসিরুল ইসলাম। আজ সকালে পুলিশ তাদের ট্রাইব্যুনালে হাজির করেছে। বাকি চারজন পলাতক রয়েছেন।

এর আগে, গত ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি উভয়পক্ষে যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল ২০ জানুয়ারি রায় ঘোষণার জন্য নির্ধারণ করেছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় এ তারিখ পিছিয়ে ২৬ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

চানখাঁরপুল হত্যাকাণ্ডের ঘটনা দেশের মানুষের মনে দাগ কাটেছে। ওই রাতে ছাত্র আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যা করা হয়, যা আন্তর্জাতিক অপরাধের দৃষ্টিকোণ থেকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ধরা হয়েছে। বিচার প্রক্রিয়ার গুরুত্বের কারণে ট্রাইব্যুনাল নির্ধারিত তারিখের মধ্যে রায় ঘোষণা করতে অক্ষম হয়েছে।

বিচারিক প্যানেল এবং প্রসিকিউশন নিশ্চিত করেছেন, আগামী ২৬ জানুয়ারি ট্রাইব্যুনালে রায় ঘোষণা হবে এবং মামলার সকল সংশ্লিষ্ট তথ্য আদালতের মাধ্যমে প্রকাশ করা হবে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি
হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার রায় ২ ফেব্রুয়ারি
মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের অর্থ আত্মসাৎ
ছয় ব্যাংক হিসাব অবরুদ্ধ মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের অর্থ আত্মসাৎ