চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে ৫৭ হাজার টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার ২০৩ টন গম বয়ে আনা জাহাজ সোমবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সরকার-টু-সরকার (G2G) চুক্তি নম্বর জি টু জি-০২ এর আওতায় নগদ ক্রয় চুক্তির দ্বিতীয় চালান।
খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এর আগে প্রথম চালানে দেশে এসেছে ৫৬ হাজার ৮৯০ টন গম। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম শুরু করেছে।
মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজে রাখা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারি সূত্রে বলা হয়েছে, এই গম আমদানির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা শক্তিশালী করা হবে এবং অভ্যন্তরীণ বাজারে চাহিদা মেটাতে সহায়তা করা হবে। G2G চুক্তির আওতায় আমদানিকৃত গম সরাসরি সরকারের তত্ত্বাবধানে ক্রয় করা হচ্ছে, যা নিয়ন্ত্রণ এবং মান নিশ্চয়তায় সাহায্য করবে।
এর আগে G2G-১ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ২০ হাজার টন গম দেশে পৌঁছেছে। চলমান চুক্তির দ্বিতীয় চালান পৌঁছানোর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







