রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

দণ্ডবিধির ১২৪-এ ধারা (রাষ্ট্রদ্রোহ) সংবিধানবিরোধী ও অকার্যকর ঘোষণা করার আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।
রিট আবেদনে বলা হয়েছে, দণ্ডবিধির ১২৪-এ ধারা নাগরিকদের মৌলিক অধিকার, বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের সমালোচনা কিংবা ভিন্নমত প্রকাশ নাগরিকের সাংবিধানিক অধিকার, যা রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য হওয়া উচিত নয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্রদ্রোহ আইনটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রণীত, যার মূল উদ্দেশ্য ছিল তৎকালীন স্বাধীনতা আন্দোলন দমন করা। স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রেক্ষাপটে এ আইন সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।
রিটে বলা হয়, দণ্ডবিধির ১২৪-এ ধারা সংবিধানের ৭, ২৬, ২৭, ৩১, ৩২ এবং ৩৯ অনুচ্ছেদে প্রদত্ত মৌলিক অধিকারগুলোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।
এ কারণে দণ্ডবিধির ১২৪-এ ধারাটি কেন সংবিধানবিরোধী ও বাতিলযোগ্য ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে হাইকোর্টে রুল জারির আবেদন জানানো হয়েছে।
ভিওডি বাংলা/ আরিফ





