• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রবিন

শ্রমিকদের অবদানে শ্যামপুর কদমতলীর অর্থনৈতিক চাকা সচল রয়েছে

নিজস্ব প্রতিবেদক    ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৬ পি.এম.
বক্তব্য রাখছেন ঢাকা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন।ছবি: ভিওডি বাংলা

ঢাকা-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, শ্যামপুর–কদমতলী এলাকার গার্মেন্ট শ্রমিকদের কঠোর পরিশ্রমের কারণেই এ অঞ্চলের অর্থনৈতিক চাকা আজও সচল রয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বুড়িগঙ্গা সেতু মার্কেট মালিক কর্তৃপক্ষ দের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, আমাদের এলাকার যে জনগণ আছে, এই জনগণ যে আপনাদের কারণে আপনারা যে এখানে বিভিন্ন সময় ধরে পরিশ্রম করছেন মূলত আপনাদের এই কঠোর পরিশ্রমের কারণেই আমাদের এই এলাকার বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরিগুলো এখনো সচল আছে, এখনো চালু আছে। আপনাদের পরিশ্রমের কারণেই শ্যামপুর কদমতলী এলাকার অর্থনৈতিক চাকা এখনো ঘুরছে।

তিনি বলেন, গার্মেন্ট শ্রমিকদের অবদানের কারণেই এলাকার মানুষ জীবন-জীবিকা নির্বাহ করতে পারছে। এলাকার মানুষ কিছুটা হলেও কাজের মাধ্যমে আয় করতে পারছে।

তানভীর আহমেদ রবিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা তুলে ধরে বলেন,দেশের ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তী সময়ে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশের হাল ধরেন। সে সময় দেশের অর্থনৈতিক অবস্থা ছিল ভঙ্গুর। তখনই তিনি গার্মেন্ট শিল্পের সূচনা করেন এবং বাংলাদেশের পণ্য বিদেশে রপ্তানি শুরু করেন।

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষায় বিপ্লব ঘটিয়েছেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ‘খাদ্যের বিনিময়ে শিক্ষা’ কর্মসূচির মাধ্যমে আমাদের কন্যা সন্তানরা ব্যাপকভাবে স্কুলে যাওয়া শুরু করে। এর ফলেই নারীরা পরবর্তীতে পুরুষদের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

গার্মেন্ট শিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০০৬ সালে বেগম খালেদা জিয়া শ্রম আইন সংশোধন করে গার্মেন্ট খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেন এবং নারীদের আরও বেশি অন্তর্ভুক্ত করার জন্য বিভিন্ন আইন পাশ করেন।

তানভীর আহমেদ রবিন বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারাবন্দি করে রাখা হয়েছিল, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। করোনার সময় মুক্তি দিলেও তাকে গৃহবন্দি করে রাখা হয়। এত নির্যাতনের পরও তিনি প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে বলেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আমাদের প্রতিশোধ নয়, দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না
হাবিবুর রশিদ শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না
কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
কড়াইলবাসীর পাশে থাকার অঙ্গীকার তারেক রহমানের
সরকারের জবাবদিহির অভাবে দেশে সংকট তৈরি হচ্ছে: রিজভী
সরকারের জবাবদিহির অভাবে দেশে সংকট তৈরি হচ্ছে: রিজভী