ভারতের চাপে আইসিসি অযৌক্তিক শর্ত দিলে মানবো না: আসিফ নজরুল

ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে আমরা তা মানবো না মন্তব্য করে আইন এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশের বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেয়া হচ্ছে এমন কোনো তথ্য পাননি তিনি।
তিনি বলেন, ত্যন্ত যৌক্তিক কারণে ভেন্যু পরিবর্তনের কথা বলা হয়েছে।ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে মাথা নত করে আমাদের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টি করে বাংলাদেশকে ভারতে খেলতে যেতে বাধ্য করা যাবে না।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌখ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তার কারণে ভারতে খেলবে না জানিয়ে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। এ নিয়ে চলতি সপ্তাহে ঢাকায় আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিসিবি, তবে কোনো সমাধানে পৌঁছানো যায়নি।
বাংলাদেশ যদি খেলতে না যায় আর আইসিসি যদি ভেন্যু পরিবর্তনে রাজি না হয়; তাহলে স্কটল্যান্ডের জন্য খুলে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার দরোজা। কারণ বিশ্বকাপে অংশ না নেওয়া দলগুলোর মধ্যে স্কটল্যান্ডই সর্বোচ্চ র্যাঙ্কিংধারী। তাই যদি আইসিসি বাংলাদেশের জায়গায় অন্য দল নেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে স্কটল্যান্ডই সেই সুযোগের দাবিদার। এ ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে রাজনৈতিক কারণে সরে দাঁড়িয়েছিল জিম্বাবুয়ে। বাছাইপর্বে ‘পরবর্তী সেরা’ দল স্কটল্যান্ড সেই বিশ্বকাপে খেলেছিল তাদের জায়গায়।
ভিওডি বাংলা/ এমএইচ







